বিজ্ঞপ্তি : Title of the document , আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রোজ বুধবার আখেরি চাহার সোম্বা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। .
ড. মুহাম্মদ ইউনূস
Chief Adviser of Bangladesh.
no image
জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ
Education Adviser , Ministry of Education.
no image

প্রতিষ্ঠানের ইতিহাসঃ

একডালা উচ্চ বিদ্যালয়,বাগাতিপাড়া, নাটোর এর পক্ষ থেকে স্বাগতম। পরম করুনাময় আল্লাহ্ তায়ালার প্রতি প্রথমে কৃজ্ঞতা প্রকাশ করছি। একডালা ১নং পাঁকা ইউনিয়ন পরিষদ এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব মোল্লা মোঃ আতাউর রহমানের আহবানে একডালা ইউনিয়ন পরিষদের পাশে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে একটি সাধারণ সভার আয়োজন করলে এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ০১ জানুয়ারি ১৯৮৭ খ্রি. তারিখে একডালা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করে। যার কারণে সর্ব প্রথম আমরা বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্বগণের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। তাঁর আহবানে সাড়া দিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য যারা শ্রম, অর্থ ও সম্পত্তি দান করেছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। প্রতিষ্ঠান টি ০১/০১/১৯৯৪ খ্রি. জুনিয়র হিসেবে এবং ০১/০৪/২০০১ খ্রি. তারিখে একডালা উচ্চ বিদ্যালয়টি এম,পি,ও ভূক্ত হয়। গ্রামিন শিক্ষার অগ্রগতির জন্য এলাকার দরিদ্র বেকার জনগোষ্টিকে সুশিক্ষায় শিক্ষিত করে বেকারত্ব লাঘব করে আত্নসচেতনতা বোধ জাগিয়ে তোলাই ছিল একডালা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য। বিদ্যালয়টি স্থাপিত হওয়ার কারণে হত-দবিদ্র মানুষের ছেলে মেয়েরাও শিক্ষা গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাচ্ছে। গ্রামিন শিক্ষার অগ্রগতির জন্য এলাকার দরিদ্র বেকার জনগোষ্টিকে সুশিক্ষায় শিক্ষিত করে বেকারত্ব লাঘব করে আত্নসচেতনতা বোধ জাগিয়ে তোলাই ছিল একডালা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। বিদ্যালয়টি স্থাপিত হওয়ার কারণে হত-দবিদ্র মানুষের ছেলে মেয়েরাও শিক্ষা গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাচ্ছে। ...


প্রধান শিক্ষকের বানীঃ

শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। শিক্ষা, শান্তি, প্রগতি মূলমন্ত্রকে ধারণ করে ০১.০১.১৯৮৭ খ্রি. তারিখে একডালা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকার হতদরিদ্র নিরক্ষর জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো বিতরণ করে আসছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা আচরণের কাঙ্খিত পরিবর্তন আনে যা প্রতিকূল পরিবেশের সাথে সংগতি রক্ষা করে চলতে শেখায়। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ বিশ্বনাগরিক তৈরিতে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করছে। সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য প্রয়োজন স্মার্ট নাগরিক। আর স্মার্ট নাগরিক তৈরির কারখানা হলো শিক্ষা প্রতিষ্ঠান। ... এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে অত্র প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে যুগোপযোগী ICT শিক্ষা অব্যাহত আছে। মানসম্মত, যুগোপযোগী, জীবন দক্ষতা ভিত্তিক, গুণগত শিক্ষার বিস্তারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে দক্ষ, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, পরিচালনা পরিষদ, অভিভাক, শিক্ষানুরাগী, সুধীজন, জনহিতৈষী ব্যক্তিবর্গ নিরন্তর কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির সুনাম, যশ,খ্যাতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
সকলের মঙ্গল ও শুভকামনায়
প্রধান শিক্ষক
একডালা উচ্চ বিদ্যালয়
বাগাতিপাড়া, নাটোর।




(উপজেলা নির্বাহী অফিসার , বাগাাতিপাড়া, নাটোর)

President

01762692108



(Md. Shafiqul Islam)

Headmaster

01710059210


কর্মকর্তা/কর্মচারী

শিক্ষার্থী

Contact Information

Ekdala High School

Address : Bagatipara, Natore.

Email : ekdalahs@gmail.com

Mobile : 01710059210, 01309123850

Copyright © Ekdala High School-2018 All rights reserved. Develop By BDONLINEIT